Market Status: Closed
  Thursday, 07 Dec '23
   04:00:40 (BST)

  • Press Release
  • Events
  • Publications
  • চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এবং বাংলাদেশ ইন্সটিউট অব ক্যাপিট্যাল মার্কেট(বিআইসিএম) যেীথ উদ্যোগে দিনব্যাপী ’’ফান্ডামেন্টালস অব র্পোটফৈালিও ম্যানেজম্যান্ট’’ শীর্ষক প্রশিক্ষণ

    ডিসেম্বর ০৯, ২০১৮:চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এবং বাংলাদেশ ইন্সটিউট অব ক্যাপিট্যাল মার্কেট(বিআইসিএম) যেীথ উদ্যোগে গত ০৮ ডিসেম্বর ২০১৮ তারিখে দিনব্যাপী ’’ফান্ডামেন্টালস অব র্পোটফৈালিও ম্যানেজম্যান্ট’’ শীর্ষক প্রশিক্ষণ সিএসই এর প্রধান কার্যালয়ের মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সিএসই এর এজিএম এবং ট্রেনিং হেড জনাব আরিফ আহমেদ উক্ত প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। ট্রেনিং পরিচালনা করেন বিআইসিএম এর অ্যাসিসন্ট প্রফেসর জনাব ফয়সাল আহমেদ খান ও অ্যাসিসন্ট প্রফেসর জনাব তাসরুমা শারমিন। ট্রেনিংটিতে ৩৫ জন ট্রেনি অংশগ্রহন করেন।

    | December 10, 2018 |