

১৪ আগস্ট, ২০২৫, ঢাকাঃ
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র উদ্যোগে বাংলদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)র মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) চতুর্থ বারের মত দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে ।এতে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের সম্মানিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন করেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির এক্সিকিউভ ডিরেক্টর জনাব মোঃ আনোয়ার হোসেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক, জনাব ড নুরুজ্জামান, বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এর ডিরেক্টর জেনারেল ডঃ তৌফিক আহমেদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ । মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম এবং কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য জনাব মোঃ ফয়সাল হুদা এবং জনাব মোহাম্মাদ হাবিবুল্লাহ। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট এন্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্ম-এর মাধ্যমে প্রশিক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্ভোধনি বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, কমোডিটি মার্কেট স্থাপনের জন্য এর ইকোসিস্টেমের সকল অংশগ্রহণকারীদের প্রস্তুতিটা এতই জরুরী যে, মার্কেটকে লিকুইডেট করার জন্য এবং স্বল্প সময়ে ক্রমবর্ধিত ট্রেডিং ধারা কার্যকর করাটা অনেকখানি এর উপর নির্ভর করে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানসম্পন্ন সকল সিস্টেমকে অনুসরণ করে তার আদলে সিএসইতে আসন্ন কমোডিটি মার্কেটের স্ট্রাকচার প্রস্তুটির কাজ চলছে। খুব দ্রুত মক ট্রেডিং শুরু হবে এবং এ বছরের শেষের দিকে কমোডিটি এক্সচেঞ্জ চালুর সম্ভাবনা রয়েছে। আমরা রেগুলেটরি কাঠামোর চূড়ান্ত অনুমোদন পেয়েছি ২০২৫ এর জুনে । এখন টেকনিক্যাল এবং মার্কেট তৈরির প্রস্তুতি চলছে।আজকের ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রায় ২০০ জনকে সার্টিফিকেট প্রোগ্রামের আওতায় আনতে পেরেছি। আমাদের লক্ষ্য এই সংখ্যাটি দ্রুত এমন সংখ্যায় উন্নিত করা যেন এক্সচেঞ্জ স্থাপনের সাথে সাথেই কোন কালক্ষেপণ ছাড়াই অংশগ্রহণকারীরা মার্কেটে নির্ভুলভাবে অংশগ্রহণ করতে পারে। এরই ধারাবাহিকতায় আমরা সামনে শুরু করবো ট্রেনিং ফর ট্রেইনার প্রশিক্ষণ।
চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, ব্যাকএন্ড সফটওয়্যার, ওএমএস এবং সিসিপির কাজ একসাথে চলছে। আর আপনাদেরকে প্রশিক্ষিত করার কাজটাও চলছে একই সাথে।আশা করছি ট্রেনিং নেয়ার পর আপানারা নিজেদের উন্নত করার কাজটি অব্যাহত রাখবেন। রেগুলেশন এবং আনুষাঙ্গিক বিষয়গুলো রপ্ত করেন। আপানদের স্বতঃস্ফূর্ত অগ্রগতি আমাদের মার্কেট প্রস্তুতির কাজটিকে ত্বরান্বিত করবে।
শুভেচ্ছা বক্তব্যে বিএসইসির এক্সিকিউভ ডিরেক্টর জনাব মোঃ আনোয়ার হোসেন, বলেন, সিএসইর উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ।আমাদের পক্ষ থেকে সববসমইয় আইনি কাঠামোর মধ্যে থেকে সর্বাত্মক সহযোগিতা সিএসইকে প্রদান করা হবে।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক, জনাব ডঃ নুরুজ্জামান বলেন, নতুন যে কোন কিছু আনয়ন সব সময় বেশ সময়সাপেক্ষ। এই নতুন সেগমেন্টের শুভ ও সাফল্য কামনা করছি।
বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এর ডিরেক্টর জেনারেল, ড তৌফিক আহমেদ চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ইকোনমির জন্য নতুন এসেট ক্লাস তৈরি করা জরুরী। শুধু তাই নয়,আপানাদের প্রস্তুতির কাঙ্ক্ষিতমাত্রায় উন্নয়ন না হলে যে ইনফ্রাস্ট্রাকচার দেয়া হোক না সেটা কাজ করবে না। তাই ভাল করে শিখে বুঝে নিজেদেরকে প্রস্তুত করুন, এই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। সেই সাথে তিনি সিএসইর এই নতুন ও মহতী উদ্যোগে আমাদের পুঁজিবাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম বলেন, ইকোনমি এবং ফিনান্সিয়াল মার্কেটের প্রেক্ষাপটে কমোডিটি এক্সচেঞ্জ খুব গুরুত্বপূর্ণ । আমাদের মার্কেটে এখনও ইকুইটি ডেরিভেটিভ চালু হয়নি। সিএসইর সিস্টেমের স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যে, ইকুইটি এবং কমোডিটি ডেরিভেটিভস উভয়ের জন্য প্রযোজ্য হবে। ইকুইটির ক্ষেত্রে ডিপোজিটরি সিস্টেম আছে কিন্তু কমোডিটির জন্য সিসিপির প্রয়োজন যার ব্যবস্থা এই সিস্টেমের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এই ট্রেনিং হলো আপনাদের শুরু, যত জানবেন তত শিখবেন এবং নিজেদেরকে প্রস্তুতি অব্যাহত রাখবেন।
©2024 Chittagong Stock Exchange PLC. All rights reserved.