Market Status: Closed
  Saturday, 26 Jul '25
   00:28:30 (BST)

১৬ জুলাই, ২০২৫

গত ১৫ জুলাই ২০২৫ সিএসই এবং ইউএনএসএসই -এর যৌথ উদ্যোগে “ আইএফআরস সাসটেইনিবিলিটি স্ট্যান্ডার্ড” বিষয়ক ওয়েবিনার জুম প্লাটফর্মের মাধ্যমে  অনুষ্ঠিত হয়েছে। এতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, ট্রেক হোল্ডার কোম্পানি, লিস্টেড কোম্পানি এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ইউএনএসএসইর জনাব লুইস গুথরি, আইএফআরএস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালর জনাব হুইমিন (ভেনেসসা) হি, এবং জনাব রবার্ট শভিয়াতোভস্কি এক্সপার্ট রিসোর্সগন উক্ত ওয়েবিনারটি পরিচালনা করেন।

উল্লেখ্য যে , সিএসই ২০১৭ সাল থেকে ইউএনএসএসই-এর একটি পার্টনার এক্সচেঞ্জ। বিশ্বব্যাপী ক্যাপিটাল মার্কেটে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা এবং ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষ্যে ইউএনএসএসই এবং আইএফসির আইএফআরএস ফাউন্ডেশন-এর সাথে যৌথ কোলাবেরেশন চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশী অংশগ্রহণকারীদের জন্য সিএসই এবং ইউএনএসএসই এই ওয়েবিনারের আয়োজন করে।

এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, সিএফএ, এফসিএমএ, উদ্ভোধনি বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল দেশ এবং বিনিয়োগের আদর্শ স্থান । এই ওয়েবিনার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে অংশগ্রহণকারীদের জন্য আন্তর্জাতিক মানের সাসটেইনিবিলিটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ নিশ্চিত করবে। উক্ত ওয়েবিনারে  বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের কমিউনিটির পক্ষ থেকে আমরা ইউএনএসএসই ফাউন্ডেশনকে কর্মশালার মাধ্যমে দক্ষতা সহায়তা প্রদানের জন্য আহবান জানাচ্ছি।

আইএফআরএস ওয়েবিনারের ইউএনএসএসই আইএফআরএস ফাউন্ডেশনর বিশেষজ্ঞগন প্রায় সাড়ে তিন ঘন্টাব্যাপী প্রশিক্ষণ পেপার উপস্থাপন করেন।

যৌথ আয়োজকঃ

Home image.png

| July 16, 2025 |