Market Status: Open
  Tuesday, 19 Mar '24
   13:15:44 (BST)

  • Press Release
  • Events
  • Publications
  • সিএসই কর্তৃক এর ট্রেক প্রতিনিধিদের জন্য কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক প্রশিক্ষণ-এর আয়োজন

    ০২ জুন, ২০২২, চট্টগ্রাম:

    সিএসই আজ তার চট্টগ্রাস্থ প্রধান কার্যালয়ে ট্রেক প্রতিনিধিদের জন্য কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক একটি ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করেছে । প্রশিক্ষণটিতে সিএসই-এর কনসালটেন্ট এমসিএক্স ইন্ডিয়া-এর প্রতিনিধিগণ মুম্বাই থেকে যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন । প্রশিক্ষণটি পরিচালনা করেন এমসিএক্স ইন্ডিয়া-এর জনাব শ্রীকান্ত কুন্ডানিয়া, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, জনাব দেবজ্যোতি দে, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং জনাব সানজিব গাইন, মেনেজার, এমসিএক্স-কলকাতা অফিস| এ সময় সিএসই-এর পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ, জনাব মো. রেজাউল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন এবং আরো উপস্থিত ছিলেন সিএসই-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ ।

    প্রশিক্ষণটিতে ট্রেক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন প্রতিনিধিগণ অংশগ্রহন করেন । এখানে উল্লেখ্য যে, সিএসই-ই প্রথম বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদন পায় এবং গত এপ্রিলে এমসিএক্স এর সাথে নলেজ শেয়ারিং কনসালটেন্ট চুক্তি সম্পাদন করে । এই কমোডিটি এক্সচেঞ্জ প্রতিণ্ঠার লক্ষ্যে সিএসই ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কর্মশালা, এওয়ারন্যাস প্রোগ্রাম আায়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণের আয়োজন করেছে ।

    বিস্তারিত জানতে,

    তানিয়া

    সিএসই-পিএন্ডসি আর

    ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

    | June 02, 2022 |