Market Status: Open
  Monday, 14 Oct '24
   11:07:45 (BST)

১৩ জুলাই, ২০২০, চট্টগ্রাম:

সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল সনামধন্য একটি প্রতিষ্ঠান । প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই প্রতিষ্ঠানটি জনগনের সেবায় কাজ করে আসছে । বর্তমানে করোনা মহামারিকালীন সময়ে প্রথম থেকেই এই প্রতিষ্ঠান করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ, সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকগণ মানবিক এই কার্যক্রমের সাথে অংশীদারি হওয়ার জন্য ১ টি “হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবায় প্রদান করেছে ।

 

গত ১১ জুলাই ২০২০ সিএসই এর পক্ষ থেকে জেলা প্রশাসক সেক্রেটারী জনাব লোকমান হোসেন মিয়া উক্ত প্রতিষ্ঠান এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান এর কাছে মেশিনটি  হস্তান্তর করেন । এই সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জনাব মো: মশিউর রহমান এনডিসি, ডেপুটি কমিশনার জনাব কাজী এম. এমদাদুল ইসলাম,নসিএসই সিলেট অফিস ইনচাজ জনাব মো: নাজিম বিন নজরূল, জেডটিএল সিকিউরিটিজ এর চেয়ারম্যান জনাব জিয়াউল হক এবং পররাষ্ট্র মন্ত্রী এর পিও জনাব জুয়েল ।

 

 এই মেশিনটি  করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় । সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকদের উদ্যোগে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত । 

 

বিস্তারিত জানতে 

তানিয়া 

সিএসই - পিআর

 

| July 13, 2020 |