Market Status: Open
  Monday, 14 Oct '24
   10:52:05 (BST)

০৭ জুলাই, ২০২০, ঢাকা:

বাংলাদেশে ব্যাংকের ব্যাংকিং সেবার সময় পরিবর্তন করে স্বাভাবকি সময়ে ফরেত আসার কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর লেনদেনের সময়সূচীও পরিবর্তন করে স্বাভাবকি সময়ে নেয়া হচ্ছে । নতুন সময়সূচী অনুযায়ী  (আগামীকাল) ০৮ জুলাই ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ০২:৩০ মিনিট পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে,

তানিয়া

ফোন: ০১৭৬৫০৭৪৫৭৩৬

| July 07, 2020 |