Market Status: Closed
  Sunday, 27 Apr '25
   18:25:42 (BST)

১৭ জুন, ২০২০, ঢাকা:

গত ১৫ জুন ২০২০ তারিখে বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী  (আগামীকাল) ১৮জুন ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:০০ মিনিট থেকে দুপুর ১:০০ মিনিট পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে বিনিয়েগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেন এর জন্য বিশেষভাবে অুনরোধ জানানো যাচ্ছে।

 

বিস্তারিত জানতে,

তানিয়া

ফোন: ০১৭৬৫০৭৪৫৭৩৬

| June 17, 2020 |