Market Status: Open
  Tuesday, 19 Mar '24
   10:52:02 (BST)

  • Press Release
  • Events
  • Publications
  • চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ আগামী ৩১মে থেকে শুরু হবে

    ২৮  মে , ২০২০,ঢাকা: 

    ২৮ মে  ২০২০ নতুন জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ আর বৃদ্ধি পাচ্ছে না ৷ একই সাথে বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন) পুঁজিবাজার খুলে দেয়ার  সম্মতি পূর্বক পত্র সিএসই তে প্রেরণ করেছে | 

     

    সরকারের এবং বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ৩১ মে থেকে লেনদেন চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে সিএসই | লেনদেন এর সময়  হবে সকাল  ১০۔৩০ থেকে দুপুর ০১۔৩০ পর্যন্ত |

     

    একই সাথে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক সকল স্টেকহোল্ডার এবং ট্রেকদেরকেও সরকার ঘোষিত স্বাস্থবিধি মেনে অফিস খোলা এবং  তার সকল কর্মকর্তা-কর্মচারীগনদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছেন  | 

     

    এছাড়া ও ডিজিটাল ট্রেডিং প্লাটফর্ম সুবিধা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্যও  সিএসই এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে | 

     

     

     

    তানিয়া 

    সিএসই-পিআর

     

     

     

    | May 28, 2020 |