Market Status: Open
  Wednesday, 09 Jul '25
   11:40:00 (BST)

২২ ডিসেম্বর ,২০১৮: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ  লিমিটেড (সিএসই) আজ ঢাকাস্থ কাযালয়ে দিনব্যাপী “টেকনিক্যাল অ্যানালাইসিস’’ শীর্ষক প্রশিক্ষণ এর আয়োজন করে। সিএসই এর এজিএম এবং ট্রেনিং হেড জনাব আরিফ আহমেদ উক্ত প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। ট্রেনিং পরিচালনা করেন রিভারস্টোন ক্যাপিটাল এর হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স  জনাব মোহাম্মদ সাইফ উল আরেফিন। টেনিংটিতে বিভিন্ন ট্রেক হাউজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সিএসই এর ঢাকা অফিস হেড জনাব মো গোলাম ফারুক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এসময় সিএসই এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বিস্তারিত জানতে,

তানিয়া

সি. অফিসার

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| December 22, 2018 |