Market Status: Closed
  Tuesday, 30 Dec '25
   20:47:51 (BST)

৩০ ডিসেম্বর,২০২৫, ঢাকাঃ

বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই)-এর চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান, সিএসই এবং এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেন।

 

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি একজন অভিভাবক হারালো যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর

সিএসই, ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

| December 30, 2025 |