Market Status: Closed
  Wednesday, 17 Dec '25
   22:20:33 (BST)

চট্টগ্রাম, নভেম্বর ,২৭, ২০২৫ঃ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালক হিসেবে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন। 

 

  কোম্পানি আইন অনুযায়ী, আগামি ১১ ডিসেম্বর ২০২৫-এ সিএসইর সাধারণ বার্ষিক সভায় একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় নমিনেশন জমা দেয়ার শেষ দিনেও আর কেউ নমিনেশন জমা না দেয়ায়, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী লাঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।

 

 উলেখ্য, জনাব একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যান-এর  নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি এই ঘোষণা প্রদান করেন। এই কমিটির  অন্যান্য সদস্যরা হলেন জনাব মোঃ শওকত আলি তালুকদার এবং ডঃ মোঃ খোরশেদ আলম তালুকদার  ।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম- পিসিআর

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| November 27, 2025 |