Market Status: Closed
  Saturday, 26 Jul '25
   00:52:32 (BST)

২২, জুলাই, ২০২৫, চট্টগ্রামঃ

আজ সিএসই তার চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে গতকাল ২১ জুলাই ২০২৫ ,উত্তরায় দিয়া বাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতের স্মরণে একটি দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করেছে। এতে সিএসইর চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান  এবং অন্যান্য  বোর্ড সদস্যগণের মধ্যে প্রফেসর ড মোঃ সাইফুল ইসলাম ও জনাব এম জুলফিকার হোসেন অনলাইন  প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

ঊক্ত দোয়া মাহফিল  এবং শোক সভা অনুষ্ঠানের শুরুতে সিএসই বোর্ড, ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট সকলে দুর্ঘটনায় নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করেন। এরপর সকল নিহতদের বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফেরাত  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সিএসইর চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা দুঃখজনক, অপূরণীয় এবং জাতির জন্য গভীর বেদনাদায়ক। এই ঘটনায় সিএসই পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে পরিকল্পিত ও নিরাপদ নগরায়নের বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় যাতে ভবিষ্যতে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায় ।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-সিএসই

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| July 22, 2025 |