Market Status: Closed
  Tuesday, 20 May '25
   20:58:31 (BST)

রবিবার, ১৮ মে, ২০২৫, চট্টগ্রাম:

আজ ১৮ মে ২০২, সিএসই এর  চট্টগ্রামস্থ প্রধান  কার্যালয়ে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই ) তার স্বনামধন্য ০ টি ট্রেকহোল্ডারকে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট  প্রদান করেছে এবং একই সাথে  “ ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠানের আয়জন করেছে । এই ওয়ার্কশপে বিভিন্ন ট্রেকদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রাপ্ত ট্রেকগুলো হলো- আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড । এর মাধ্যমে ট্রেকগুলো তাদের  গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল

সিএসই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ,   উল্লেখিত ট্রেকদের সম্মানিত প্রতিনিধিদের কাছে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট গুলো হস্তান্তর করেন । সে সময় সিএসইর  চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মেদ মাহাদি হাসান, জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট, জনাব মোহাম্মদ মনিরুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অব আইটি সার্ভিসেস, জনাব হাসনাইন বারী, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অব সারভিলেন্স এন্ড মপস, জনাব মোঃ নাহিদুল ইসলাম খান, সংশ্লিষ্ট ট্রেকগুলো থেকে সম্মানিত প্রতিনিধিগন এবং সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, এই ফিক্স/ ফাস্ট প্রোটকল সার্টিফিকেশন প্রক্রিয়া ট্রেকহোল্ডারগনের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী । এটি মূলত একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যার মাধ্যমে ব্রোকারদের উভয় বাজারে অংশগ্রহণ নিশ্চিত হবে । বিশেষ করে শর্ট সেল প্রতিরোধ করতে পারবে এবং ডিএসই এবং সিএসই উভয় মার্কেটের শেয়ারের তুলনামূলক উপস্থিতি খুব সহজে একটি প্লাটফর্মে দেখে কেনেবেচার দ্রুত সিন্ধান্ত নিতে পারবে । এই প্রযুক্তি পুঁজিবাজারের লেনদেনের ধারাকে আরও অগ্রগামী করবে । জনাব রহমান সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিন্দন জানান

এরপর “ ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন” শীর্ষক ওয়ার্কশপে কোয়ান্ট ফিনটেক লিমিটেড এর সিইও জনাব মোঃ জাভেদ হোসেন ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)  সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন । এছাড়া ক্যাপিটাল মার্কেট টেকনোলজির আধুনিক ও যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে দক্ষতা বৃদ্ধি , ব্যবসা সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করা যায় সে ব্যপারে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বক্তারা বিশদ আলোচনা করেন । এই ওয়ার্কশপে উল্লেখযোগ্য সংখ্যক ট্রেক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এই প্রক্রিয়ার প্রথম ধাপটি ছিল এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) শেয়ারিং চুক্তি এবং এরপর বেশ কয়েকটি জটিল ধাপে সিএসই প্রদত্ত প্লাটফর্মে এবং টেস্টিং এনভাইরনমেন্টে সংশ্লিষ্ট ব্রোকারদের টেস্টিং ও ডেমো ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করার পর এই ফিক্স / ফাস্ট প্রোটকল সার্টিফিকেশন প্রদান করা হয়েছে ।  ফিক্স / ফাস্ট প্রোটকল সার্টিফিকেশন হচ্ছে ব্রোকারদের সিস্টেমে স্থাপিত ওএমএস এর টেকনিক্যালি ফাংশনাল (কারিগরিভাবে কার্যকরী) এর স্বত্বায়ন মূলত নিজস্ব ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এ ট্রেড সুবিধাকে আরও উন্নত করার জন্য এই সার্টিফিকেশনই অন্যতম মাধ্যম । ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস)-এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে  এবং বেশ কিছু ট্রেক ইন্টিগ্রেটেড সার্ভিসটি ব্যবহার করে সুফল পাচ্ছে ।

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর,এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

সিএসই, ফোনঃ০১৭৬০৭৪৫৭৩৬

 

 

| May 19, 2025 |