Market Status: Open
  Monday, 14 Oct '24
   11:22:38 (BST)

১৪ মে ২০২৪, ঢাকা ঃ

 

আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড , ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্নঃ

 

আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে । এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক  জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএম আইএফআইসি ব্যাংক পিএলসির সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান ।

আইএফআইসি ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার জনাব মোঃ নুরুল হাসনাত এবং সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হাসনাইন বারী  স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আইএফআইসি ব্যাংক পিএলসির চীফ ফিনান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল,  আইএফআইসি সিকিউরিটিজ এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ মাকসুদুর রহমান খান এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পিঅ্যান্ডসিআর,

এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬ 

| May 14, 2024 |