Market Status: Closed
  Sunday, 08 Sep '24
   07:07:32 (BST)

১৪ মে ২০২৪, ঢাকা ঃ

 

সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরুঃ

 

আজ সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে । এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক  জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডের সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান ।  সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে সিএসইতে লিস্টিং হওয়ার জন্য জন্য তিনি পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডে ব্যবস্থাপনা  পর্ষদকে অভিনন্দন জানান ।

 

পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং সিএসইর জনাব ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের সিনিয়র ডিরেক্টর জনাব মোঃ রেজাউল ইসলাম, চীফ ফিনান্সিয়াল অফিসার জনাব নাইমুল ইসলাম এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তানিয়া

সিএসই-পিঅ্যান্ডসিআর,

এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬ 

| May 14, 2024 |