Market Status: Closed
  Friday, 29 Mar '24
   07:03:53 (BST)

  • Press Release
  • Events
  • Publications
  • নতুন ট্রেকহোল্ডার কোম্পানির সংশ্লিষ্টদের জন্য সিএসই-র অরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    ১৫ জানুয়ারী, ২০২৩, ঢাকা :

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ২০২১ সালে ১৪ জন নতুন সদস্যকে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) প্রদান করে সিএসই- এই নতুন ট্রেকপ্রাপ্ত সদস্যরা হলো:

    ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, হযরত শাহ আমানত সিকিউরিটিজ লিমিটেড, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড, রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, মোনার্ক হোল্ডিংস লিমিটেড, ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড, এএনসি সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, ডেটন হোল্ডিংস লিমিটেড, দ্যা স্মার্ট ট্রেডস লিমিটেড জেন সিকিউরিটিজ লিমিটেড

    বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশিকা মোতাবেক (সূত্র নং-বিএসইসি/এসআরআই/মিটিং/২০২২/১৩১, তারিখ: ০২ অক্টোবর, ২০২২), সিএসই একচেঞ্জে নতুন অনুমোদন প্রাপ্ত এই সকল ট্রেকহোল্ডার কোম্পানীর মালিক পক্ষ এবং কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথকভাবে গত ১২ জানুয়ারী, ২০২৩ তারিখে দুটি পৃথক অরিয়েন্টশন প্রোগাম এর আয়োজন করে অনুষ্ঠানটি সিএসই-এর নিকুঞ্জ-০১, ঢাকাস্থ কার্যালয়- অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে সিএসই- পক্ষে উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ; সার্ভিলেন্স এবং মার্কেট বিভাগের প্রধান জনাব নাহিদুল ইসলাম খান অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে সিএসই- ট্রেনিং এন্ড এওয়্যারনেস বিভাগের প্রধান জনাব এম. সাদেক আহমেদ উপস্থিতিদের সিকিউরিটিজ আইনের বিভিন্ন বিধি-বিধান নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন এছাড়াও সিএসই-এর সিআরও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিতিদের সিকিউরিটিজ আইন পরিপালন সর্ম্পকিত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানটিতে নতুন ইস্যুকৃত ট্রেক হোল্ডার কোম্পানির মালিকপক্ষ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আইন পরিপালন সর্ম্পকিত বেশ কিছু ব্যাপারে স্বচ্ছ ধারণা গ্রহণ করেন এবং তারা সকলেই সিএসই- গৃহীত এই পদক্ষেপকে সাধুবাদ জানান

     

    বিস্তারিত জানতে

    তানিয়া

    সিএসই-সি এন্ড পি আর

    ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

     

    | January 15, 2023 |