Market Status: Closed
  Tuesday, 21 May '24
   16:04:38 (BST)

চট্টগ্রাম, ০৪ এপ্রিল, ২০২১:

কোভিড-১৯ মহামারীকালে পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় সরকারের নির্দেশনার সাথে সঙ্গতি রেখে এবং বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই ) এর লেনদেন এবং অফিস এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল (০৫ এপ্রিল ২০২১) থেকে লেনদেনের  সময়সূচি হবে সকাল ১০.০০ মিনিট হতে ১২.০০ মিনিট পর্যন্ত এবং একই সাথে অফিস সময়সূচি হবে সকাল ০৯.৩০ মিনিট হতে দুপুর ০২.৩০ মিনিট পর্যন্ত।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সময়সূচী অব্যাহত থাকবে। বিনিয়োগকারীদেরকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে লেনদেন চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানোনো হচ্ছে।

 

বিস্তারিত জানতে,

তানিয়া

সিএসই-সিএন্ডপি আর

| April 04, 2021 |