Market Status: Closed
  Saturday, 14 Dec '24
   06:27:49 (BST)

২৩ সেপ্টেম্বর,২০২০, ঢাকা:

আজ ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর লেনদেন শুরু হয়েছে| এ উপলক্ষ্যে সিএসই এর ঢাকাস্থ অফিসে এক উদ্ভোদনী অনুষ্ঠান এর আয়োজন করে | এতে সিএসই এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হাসনাইন বারি ওয়াল্টন হাই-টেক এর সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান| স্বাগত বক্তব্যে তিনি বলেন “ ওয়াল্টন এর মতো প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেট এ লিস্টেড হওয়া একটি সময় উপযোগী সিদ্ধান্ত এবংশেয়ার মার্কেট এর গতি বৃদ্ধি সহায়ক | এছাড়া বিশ্বে ওয়াল্টন তার পণ্যের মাধ্যমে যেমন নিজের সুনাম ছড়াচ্ছে তেমনি বাংলাদেশকেও বিশ্ব দরবারে সুপরিচিত করছে“ এজন্য তিনি ব্যবস্থাপনা পর্ষদ কে অভিনন্দন জানান।

ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এম আশরাফুল আলম বলেন “ আমরা শেয়ার মার্কেট এর বিনিযোগকারীদের অনুযোগ, অভিযোগ আর মতামতকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার মানসিকতা নিয়ে এই মার্কেট এ এসেছি| আমাদের অন্তত প্রথম দশটি বোর্ড মিটিং-এ এই এজেন্ডা গুরুত্বের সাথে রাখার এবং সমস্যা সমাধান এর পরিকল্পনা করেছি ।

 উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর এসএম মাহবুবুল আলম, ডিরেক্টর, উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর| এছাড়া আরো ছিলেন খন্দকার রায়হান আলী, ইভিপি, প্রাইম ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট লিমিটেড, স্বদেশ রঞ্জন সাহা,এফসিএ,ভাইস চেয়ারম্যান সেটকম আইটি লিমিটেড এবং সিএসই ও ওয়াল্টন হাই টেক এর অন্যান্য কর্মকর্তাগণ |

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পিআর

| September 23, 2020 |