Market Status: Open
  Tuesday, 23 Apr '24
   10:05:57 (BST)

  • Press Release
  • Events
  • Publications
  • 6th Capital Market & Investment Fair

    29 Jan, 2018 "সিএসই ৬ষ্ঠ পুঁজি বাজার ও বিনিয়োগ মেলা-২০১৮" পুঁজিবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়াতে আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। চট্টগ্রামের জিইসি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই মেলা। আর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত চলবে। সাধারণ মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং বিনিয়োগ জ্ঞান বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়েছে। মেলাতে ৩ ধরণের স্টলের মধ্যে ৬ টি প্যাভিলিয়ন, ৮ টি মিনি প্যাভিলিয়ন, ৬৯ টি জেনারেল স্টল থাকবে। প্যাভিলিয়ন এর তালিকা- লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড ব্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোঃ লিমিটেড মিনি প্যাভিলিয়ন এর তালিকাঃ ইবিএল সিকিউরিটিজ লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড গ্রীণডেল্টা সিকিউরিটিজ লিমিটেড রিলায়েন্স ব্রোকারেজ লিমিটেড মীনহার সিকিউরিটিজ লিমিটেড মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এই মেলায় স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবে। এবছর প্রায় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করবে। এবারের মেলা সিএসইর ৬ষ্ঠ বারের আয়োজন। এর আগে ৩ বার চট্টগ্রামে আয়োজন করা হয়েছিল পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা। এছাড়া ২০০৭ সালে সিলেটে এবং ২০১৪ সালে ঢাকায় পুঁজিবাজার ও বিনিয়োগ মেলার আয়োজন করে সিএসই। সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রামে পুঁজিবাজার মেলা অনুস্থিত হয়েছে। মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান এ প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর মাননীয় চেয়ারম্যান জনাব ডঃ এম খাইরুল হোসেইন । মেলার তিন দিন বিভিন্ন টেকনিক্যাল সেশন এর মধ্যে প্রথম দিন থাকবে �ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট�, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি প্রফেসর হেলাল উদ্দিন নিজামী , কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান জনাব আব্দুস সালাম, কি নোট স্পীকার হিসেবে থাকবেন ডঃ আনোয়ারুল কবির, প্রোঃ ভাইস চ্যান্সেলর , ষ্টেট ইউভার্সিটি অফ বাংলাদেশ। দ্বিতীয় দিন টেকনিক্যাল সেশন এর বিষয় �প্রস্পেক্টস এন্ড চ্যালেঞ্জ ওফ ফাইনান্সচিং থ্রু ক্যাপিটাল মার্কেট� যেখানে বিশেষ অতিথি থাকবেন জনাব স্বপন কুমার বালা, মাননীয় কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম, সভাপতি , চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কি নোট স্পীকার জনাব এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক, সিএসই । তৃতীয় দিন টেকনিক্যাল সেশন এর বিষয় �আনলকিং পটেনশিয়াল অফ ক্যাপিটাল মার্কেট�। উক্ত টেকনিক্যাল সেশন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর মাননীয় চেয়ারম্যান জনাব ডঃ এম খাইরুল হোসেইন । কী নোট স্পীকার হিসেবে থাকবেন জনাব মোশাররফ হোসাইন, পিএইচডি, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ফাইনান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ। সেশন পরিচালনায় থাকবেন সিএসই�র চেয়ারম্যান জনাব এ.কে. আবদুল মোমেন। সিএসই ও পুঁজিবাজার সংবাদ কর্মীদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এ যৌথভাবে প্রথম বারের মতো �বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড� দিতে যাচ্ছে। ঢাকায় পুঁজিবাজার নিয়ে রিপোর্ট করছেন, এমন যে কোনো রিপোর্টার পুঁজিরবাজার সংশ্লিষ্ট রিপোর্ট অ্যাওয়ার্ডের জন্য জমা দিতে পারবেন। সেরা রিপোর্টারকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ দেয়া হবে। এক্ষেত্রে প্রিন্ট মিডিয়া রিপোর্টিংয়ের জন্য ১টি, টেলিভিশন রিপোর্টিংয়ের জন্য ১টি এবং অনলাইন রিপোর্টিংয়ের জন্য ১টিসহ মোট ৩টি পুরস্কার দেয়া হবে। জমা হওয়া রিপোর্টগুলোর মধ্যে বিচারকরা প্রতি বিষয়ে একজনকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করবেন বলে জানা গেছে। �সিএসই ৬ষ্ঠ পুঁজি বাজার ও বিনিয়োগ মেলা-২০১৮� তে কো-স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক আবুল খায়ের স্টীল লিমিটেড বিএসআরএম ষ্টীল লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড ইস্ট্রান ব্যাংক লিমিটেড ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড এনসিসি ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ইউসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড মিডিয়া পার্টনার সমূহ - অনলাইন মিডিয়া পার্টনার- অর্থসূচক রেডিও পার্টনার- রেডিও টু ডে ইন্টারনেট পার্টনার - বি.বি.টি.এস এবং ক্লাউড ওয়ান ইলেকট্রনিক মিডিয়া পার্টনার - আর টিভি প্রিন্ট মিডিয়া পার্টনার - শেয়ারবিজ

    | January 29, 2018 |